সেবা ডেস্ক:
জামালপুর জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড (বকশীগঞ্জ) আসনের নবনির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিনকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় এলাকায় ওই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় আওয়ামী লীগ, পৌর যুবলীগ ও ২৫ টি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সদস্য জয়নাল আবেদিনকে ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতি।
বকশীগঞ্জ নাগরিক সমাজের ব্যানারে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে
এসময় বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,
বীরমুক্তিযোদ্ধা ও অধ্যড়্গ হেলাল উদ্দিন খান, অধ্যাপক আফসার আলী, অধ্যড়্গ বজলুল করিম তালুকদার শাহিন।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর যুবলীগের আহবায়ক নজরম্নল ইসলাম সওদাগরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান ফকরম্নজ্জামান মতিন, পৌর আওয়ামী লীগ নেতা সাকাওয়াতুলস্নাহ সাকা,
কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস'াপক একরামিন খান বাবু, বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যড়্গ মোসাদ্দেকুর রহমান মানিক,
পৌর কাউন্সিলর হাসিবুর রহমান বাবুল , হারম্ননুর রশিদ, রাইচ মিল সমিতির নেতা সাইফুল ইসলাম , বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম,
পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান, দোকান মালিক সমিতির সভাপতি আরিফ সিদ্দিকী , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এতে আওয়ামী লীগ , বিএনপি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ৫ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।