সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী নাজিয়া হোসেন (৩২) ও তার চার বছরের ছেলে আয়ান মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাজিয়ার স্বামী এমদাদুল হকসহ দুজন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গাড়ি চালাচ্ছিলেন নাজিয়া হোসেন। গাড়ি চালানোর সময় তিনি ফ্লোরিডা আই ৯৫ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সাথে প্রচ- জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মা এবং ছেলের মৃত্যু হয়।
ফ্লোরিডা থেকে বিভিন্ন সূত্রে জানায়, এমদাদুল হক কানাডার অন্টারিতে বসবাস করলেও তিনি একটি আইটি প্রতিষ্ঠানের ভার্জিনিয়া শাখায় কাজ করতেন। ঘটনার দিন এমদাদুল হক পরিবার-পরিজন নিয়ে কানাডা যাবার পথে ফ্লোরিডা যান। সেখানে বেড়ানো শেষে কানাডায় ফিরছিলেন।
এনামুল হক এবং তার মামী ফ্লোরিডার অরেঞ্জপার্ক হাসপাতালে চিকিৎসাধীন। এমদাদুল হকের জ্ঞান ফিরলেও তার মামী এখনো সংজ্ঞাহীন। হাসপাতালে তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।