ডাঃ জি এম ক্যাপ্টেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
নেদারল্যান্ডস সরকার এর অর্থায়নে আইসিসিও কো-অপারেশন (ইকো) কুড়িগ্রাম অঞ্চলে প্রুফস্ প্রকল্পের মাধ্যমে পুষ্টি কার্যক্্রম বাসত্মবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় অধিক সচেতনতা সৃষ্টির লড়্গ্যে অদ্য ২২/০১/২০১৭ ইং তারিখে কুড়িগ্রাম জেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা সমাজ কণ্যাণ সংগঠনের ভবন সংলগ্ণ মাঠে প্রুফস্ প্রকল্পের ঊদ্যোগে এক জমকালো পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন দল থেকে নির্বাচিত অংশগ্রহনকারীদের নিয়ে রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার আর্কষণীয় এই কর্মসূচীতে প্রতিযোগীগণ বৈচিত্রময়-পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরী ও পরিবেশন করেন। মেলায় কিশোরী, গর্ভবতী মা ও ২ বছর বয়সের নীচের শিশুদের জন্য সচেতনতামূলক পুষ্টি বিষয়ক জারীগান ও নাটক প্রদর্শিত হয়। এই মেলার উদ্বোধন ঘোষনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডাঃ এস এম আমিনুল ইসলাম, সিভিল সার্জন, কুড়িগ্রাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, চেয়ারম্যান, বেলগাছা ইউনিয়ন পরিষদ। মেলায় প্রকল্পভ্থক্ত অংশগ্রহণকারীগণ ছাড়াও এলাকার প্রায় সহস্রাধীক নারী পুরূষের অংশ গ্রহণে আলোড়ন সৃষ্টি হয়।বেলগাছা সমাজ কণ্যাণ সংগঠনের চেয়ারম্যান মোঃ নূর ইসলাম মেলার সভাপত্বি করেন। উক্ত মেলায় মোঃ হাবিবুর রহমান প্রকল্প এর পড়্গ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ও সার্বিক ব্যবসথাপনায় ছিলেন কৃষ্ণ পাল। মেলার শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
নেদারল্যান্ডস সরকার এর অর্থায়নে আইসিসিও কো-অপারেশন (ইকো) কুড়িগ্রাম অঞ্চলে প্রুফস্ প্রকল্পের মাধ্যমে পুষ্টি কার্যক্্রম বাসত্মবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় অধিক সচেতনতা সৃষ্টির লড়্গ্যে অদ্য ২২/০১/২০১৭ ইং তারিখে কুড়িগ্রাম জেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা সমাজ কণ্যাণ সংগঠনের ভবন সংলগ্ণ মাঠে প্রুফস্ প্রকল্পের ঊদ্যোগে এক জমকালো পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন দল থেকে নির্বাচিত অংশগ্রহনকারীদের নিয়ে রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার আর্কষণীয় এই কর্মসূচীতে প্রতিযোগীগণ বৈচিত্রময়-পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরী ও পরিবেশন করেন। মেলায় কিশোরী, গর্ভবতী মা ও ২ বছর বয়সের নীচের শিশুদের জন্য সচেতনতামূলক পুষ্টি বিষয়ক জারীগান ও নাটক প্রদর্শিত হয়। এই মেলার উদ্বোধন ঘোষনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডাঃ এস এম আমিনুল ইসলাম, সিভিল সার্জন, কুড়িগ্রাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, চেয়ারম্যান, বেলগাছা ইউনিয়ন পরিষদ। মেলায় প্রকল্পভ্থক্ত অংশগ্রহণকারীগণ ছাড়াও এলাকার প্রায় সহস্রাধীক নারী পুরূষের অংশ গ্রহণে আলোড়ন সৃষ্টি হয়।বেলগাছা সমাজ কণ্যাণ সংগঠনের চেয়ারম্যান মোঃ নূর ইসলাম মেলার সভাপত্বি করেন। উক্ত মেলায় মোঃ হাবিবুর রহমান প্রকল্প এর পড়্গ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ও সার্বিক ব্যবসথাপনায় ছিলেন কৃষ্ণ পাল। মেলার শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।