সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সোমবার বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মাঠে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ও বকশীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও
গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় মুক্তিযোদ্ধারা সাবেক উপমন্ত্রী সিরাজুল হকের বিরুদ্ধে বিভিন্ন সেস্নাগান দিতে থাকে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন , ডেপুটি কমান্ডার আবদুল বাছেদ,
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সেলিম রেজা, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসত্মফা কামাল, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ তালুকদার, কামালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,
ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক ফরহাদ হোসেন, যুবলীগ নেতা ফিরোজ মিয়া, বাট্টাজোড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা লাবলু মিয়া প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা অংশ গ্রহণ করেন।
উলেস্নখ্য ২২ জানুয়ারি জামালপুরের সাবেক স্বাস'্য উপমন্ত্রী সিরাজুল হক এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা বাবুল
চিশতির বিরম্নদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করেন । তারই প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেয় মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতি একজন সূর্য সৈনিক । তার বিরম্নদ্ধে সকল ষড়যন্ত্র আমরা নষ্যাত করে দিতে প্রস'ত রয়েছি। স্বার্থান্বেষী মহলের এমন কর্মকান্ডে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভবিষ্যতে যদি বাবুল চিশতির বিরম্নদ্ধে অপপ্রচার করা হয় তাহলে বকশীগঞ্জের সকল মুক্তিযোদ্ধা এর দাতভাঙা জবাব দেব।