বকশীগঞ্জে ইজিপিপি প্রকল্পের কার্যক্রম উদ্বোধন, কর্মসংস্থান হয়েছে ২২ শ নারী-পুরুষের

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম পর্যায়ে ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কার্যক্রম বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে।


মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর সর্দারপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।


এসময় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক , মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বকশীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন অফিসের সুপারভাইজার মো. বোরহান উদ্দিন,

 উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া প্রমুখ।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্র পরিবারের কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে এবার ২ হাজার ১৯৫ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন।

 প্রতিজন সুবিধাভোগী প্রতিদিন কাজের বিনিময়ে ২০০ টাকা করে মজুরি পাবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top