সেবা ডেস্ক:
ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ও পয়লা ফাল্গুনকে স্বরণীয় করে রাখতে ব্যতিক্রম ধর্মী আয়োজন করে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
তাই ফাগুনের প্রথম দিনে ফুলের বাগান উদ্বোধন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক।
সোমবার বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজে বিভিন্ন ফুলের বাগান উদ্বোধন করা হয়েছে। দৃষ্টি নন্দন এই কলেজের পরিবেশ সবাইকেই আকর্ষিত করে তুলে।
ফুলের বাগানে ফোটা ফুল মন মাতিয়ে যাবে সবার। এখানে তৈরি হচ্ছে বাড়তি বিনোদনের ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ,
শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ , প্রভাষক জাকারিয়া হাসান সহ কলেজের অন্যান্য শিড়্গকরা উপস্থিত ছিলেন।