বকশীগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে মুসলিম নগর দরবারের দুইদিন ব্যাপি উরস সমাপ্ত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নে অবসি'ত শাহান শাহে তরিকত হযরত মাওলানা খাজা শাহ সুফী আছির উদ্দিন খন্দকার মুসলিম নগরী নকশা বন্দী মোজাদ্দেয়ী (রঃ কুঃ) সাহেবের উরস আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দরবারের গদিনশীন হযরত মাওলানা শাহ সুফী মো. এমরান হোসাইন খন্দকার আখেরী মোনাজাত পরিচালনা করেন।


দুইদিন ব্যাপি উরস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলার প্রায় ৬০ হাজার আশেকান, জাকেরান, মুরিদান ও ভক্তগণ অংশ নেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top