জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ বকশীগঞ্জ ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পয়লা মে সোমবার আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে) দিবস উদযাপিত হয়েছে।
দিবস টি উপলক্ষ উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণ্যাঢ্য র্যালি ও সমাবেশ করা হয়।
সকাল ১০ টায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদড়্গিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আজাদ হোসেন লাবলুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মীর্জা সম্রাটের সঞ্চলনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন ,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জালালদ্দিন , শ্রম বিষয়ক সম্পাদক আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের শিড়্গা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আফসার আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরম্নজ্জামান হিটলার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু ,
উপজেলা যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মানিক সাহা,
জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব প্রমুখ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন।