বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কে আর.সি.এল প্লাস্টিক কারখানা উদ্বোধন!

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ ঃ

জামালপুরের বকশীগঞ্জে চরকাউরিয়া এলাকায় বাবুল চিশতি শিল্প পার্কের আওতাধীন আর.সি.এল প্লাস্টিক কারখানার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে প্লাস্টিক দ্রব্য উৎপাদন শুরুর মাধ্যমে উক্ত কারখানার উদ্বোধন করেন বাবুল চিশতি শিল্প পার্র্কের চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহবুবুল হক বাবুল চিশতি।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বাবুল চিশতির সহধর্মীনি রোজী চিশতি , উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন,

বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার রাশেদুল হক চিশতি, বাবুল চিশতি শিল্প পার্র্কের জেনারেল ম্যানেজার সাইফুল মাতবর ,

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যড়্গ ও বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী ,

 সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের  সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ সুধীজন, মুক্তিযোদ্ধারা উপসি'ত ছিলেন।

সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে, আর.সি.এল প্লাস্টিক কারখানায় প্রতি ঘন্টায় ৪৫০ কেজি প্লাস্টিক দ্রব্য উৎপাদন এবং এক হাজার ৫০০ জন শ্রমিক প্রতিদিন কাজ করবে। এতে করে এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থনের ব্যবস্থা হবে। দরিদ্র জনগোষ্ঠির মিলবে অর্থনৈতিক মুক্তি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top