জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্স্থ' দুটি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যারিস্টার সামীর সাত্তারের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে নগদ মোট ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
তার পড়্গে নগদ অর্থ বিতরণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর ও বিশিষ্ট ব্যবসায়ী খোকন আকন্দ। এসময় ইউপি সদস্য সুজন মিয়া, ইউপি সদস্য এরশাদ হোসেন উপসি'ত ছিলেন।
উলেস্নখ্য রোববার গভীর রাতে আইরমারী গ্রামের দুলা মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে তিনটি বসত ঘর , তিনটি গরু ও নগদ ৫০ হাজার টাকা পুড়ে যায়। এতে দুটি পরিবারের ৫ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়।