শিলং থেকে অপহৃত কিশোর শেরপুরে উদ্ধার

Seba Hot News
সেবা ডেস্ক:  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহমেদ নগর এলাকা থেকে ভারত থেকে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে অপহরণকারী দলের বাংলাদেশি এক সদস্যকে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১৪ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এলাকা থেকে ভারতীয় কিশোর ডাজিড সাইমিহকে (১৬) অপহরণ করে বাংলাদেশের হালুয়াঘাট এলাকায় একটি চক্রের হাতে তুলে দেওয়া হয়। অপহৃত কিশোর শিলং এর মেরাইং গ্রামের রিজয় বাসাইএমওয়েটের ছেলে। অপহরণের পর হালুয়াঘাট থেকে ডাজিড সাইমিহ’র পরিবারের কাছে ৬০ লাখ ভারতীয় রুপি মুক্তিপণ হিসেবে দাবী করা হয়।
এ সংবাদ সাইমিহ’র পরিবার শিলং পুলিশ সুপারকে জানালে অপহরণকৃত ভারতীয় কিশোরকে উদ্ধারের জন্যে শেরপুরের পুলিশ সুপারকে অনুরোধ জানায় ভারতীয় পুলিশ। এরপর শেরপুরের পুলিশ সুপার ময়মনসিংহসহ জেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার রাতে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী দলের ১ সদস্যকে আটক করতে সক্ষম হন।
আটক অপহরণকারী দলের সদস্য হালুয়াঘাট উপজেলার ভালুকাকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আল আমীন আলম (২৮)। পুলিশ সুপার রফিকুল হাসান গণি অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে পরে সাংবাদিকদের কাছে বিস্তারিত অবহিত করবেন বলে জানিয়েছেন।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top