বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি , সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশে পাঁচ জানুয়ারির মত নির্বাচন আর হতে দেওয়া হবে না।
ভোটার বিহীন নির্বাচন করে ফাঁকা মাঠে গোল দেয়ার স্বপ্ন আর সফল হবে না শেখ হাসিনার।
তাই আগামি নির্বাচনে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে ।
বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকা ও ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুস' ব্যক্তিদের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাবেক এই এমপি বলেন সরকার ঢাকা শহরে দুই চারটি ফ্লাই ওভার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। গ্রামে গঞ্জে উন্নয়নের লেশ মাত্র নেই। বিএনপির আমলে নির্মাণ করা রাসত্মাঘাট দিয়ে মানুষ চলাচল করছে।তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাসত্মবায়নের লড়্গ্যে নির্বাচন কালীণ সহায়ক সরকার গঠনের দাবি জানান।
এছাড়াও তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আস'াশীল হয়ে তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ , সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ সাদা, কৃষিবিদ শাহ মনিরুর রহমান মনির,
দেওয়ানগঞ্জ পৌর সভাপতি মঞ্জুরম্নল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা, বিএনপি নেতা মনিরম্নল ইসলাম মনির সহ
উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপসি'ত ছিলেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় সাবেক এমপি মিলস্নাতের ব্যক্তিগত উদ্যোগে ৬ হাজার শাড়ি-লঙ্গী বিতরণ করা হবে।