কুড়িগ্রামের রৌমারী সীমান্ত বিএসএফ’র ছোড়া পাথরের আঘাতে নদীতে নিখোঁজ গরম্ন ব্যবসায়ী

G M Fatiul Hafiz Babu



কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার হিজলামারী সীমানেত্মর কালাই নদী দিয়ে গরম্ন আনার সময় ব্রীজের উপর থেকে বিএসএফ’র ছোড়া পাথরের আঘাতে এক বাংলাদেশী গরম্ন ব্যবসায়ী নিখোঁজ হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশী কয়েকজন গরম্ন ব্যবসায়ী আনর্ত্মজাতিক সীমানা পিলার ১০৬৬ এর নিকট কালাই নদীতে একটি ব্রীজের নীচ দিয়ে গরম্ন আনতে যায়।

 এসময় ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লড়্গ্য করে কালাইয়ের চর ব্রীজের উপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশী গরম্ন ব্যবসায়ী নুর হোসেন (২৫) আঘাত প্রাপ্ত হয়ে নদীর পানিতে নিখোঁজ হয়। তার সন্ধান এখনও পাওয়া যায়নি।

নিখোঁজ গরম্ন ব্যবসায়ী রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার পুত্র বলে জানা গেছে।

৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আতিকুর রহমান জানান, গরম্ন চোরাকারবারীরা হিজলামারী সীমানেত্মর কালাই নদী দিয়ে গরম্ন আনতে গেলে বিএসএফ’র পাথরের আঘাতে নুর হোসেন নামে একজন নিখোঁজ হয়। আমরা নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি। পতাকা বৈঠকে বিএসএফ’র নিকট এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top