কুড়িগ্রামে দুর্যোগের মহড়ার উপর তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

G M Fatiul Hafiz Babu

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রাম জেলায় মানবিক সহায়তায় কর্মরত সংগঠন সমূহের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা উন্নয়নের জন্য তিনদিন ব্যাপী দুর্যোগের মহড়ার উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে টিডিএইচ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অক্সফার্ম বাংলাদেশের অর্থিক সহায়তায় ও

 মহিদেব যুব সমাজ কল্যান সমিতির এ্যালেনা প্রকল্পের লিডএ্যাক্টরস আর এস ডি এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমজেএসকে এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার, আরএসডিএর পরিচালক

সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমূখ। প্রকল্পের উপর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার লাইজু বেগম।

কর্মশালায় জেলার বিভিন্ন এম জে এস কে এস, সলিডারিটি, আফাদ, নারী, ভিউ, এসো দেশ গড়ি, আরডিআরএস বাংলাদেশ, টিডিএইচ, সিডিডিএফ, গরিব উন্নয়ন সংস্থা, আরএসডিও রৌামারী সহ বিভিন্ন বেসরকারী সংস্থার ৪০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top