বকশীগঞ্জ থানা পরিদর্শন করলেন আইজপি শহিদুল হক ও পুলিশকে মুক্তিযোদ্ধা বাবুল চিশতির গাড়ির চাবি হস্তান্তর

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ থানা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক থানার কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় বকশীগঞ্জ থানা পুলিশের ব্যবহারের জন্য একটি টহল গাড়ি ও একটি লাশবাহী গাড়ি প্রদান করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতি তার ব্যক্তিগত তহবিল থেকে ওই গাড়ি দুটি বকশীগঞ্জ থানা পুলিশকে দান করেন।

 সকলের উপসি'তিতে তিনি পুলিশের আইজিপি শহিদুল হককে গাড়ির চাবি হস্তান্তর করেন।

এসময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মোখলেসুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া,

 বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি বাবুল চিশতি, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান,

 বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক , বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ হেলাল উদ্দিন খান,

উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক আফসার আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সওদাগর প্রমুখ উপসি'ত ছিলেন।
পরে বাবুল চিশতি শিল্প পার্ক পরিদর্শন ও মধ্যাহ্নভোজ করেন পুলিশের শীর্ষ কর্মকর্তা বৃন্দ। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top