বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
![]() |
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে বকশীগঞ্জ বিএনপির কর্মী সমাবেশে মন্তব্য করেছে এম রশিদুজ্জামান মিল্লাত |
রোববার বিকালে জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যেদিন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন সেদিন থেকে বিএনপির জোয়াড়ে ভাসবে দেশ।
আমরা যারা মনে করছি আওয়ামী লীগ নাই, ডাকাতরা নাই, খুনিরা নাই সেটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না। যারা গত ১৭ বছর ভোট দিতে পারে নাই সেই সকল ভোটারদের ভোটের অধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। তাই নেতা কর্মীদের মাঠে নেমে সেই সব ভোটারদের মন জয় করে ভোট আদায় করতে হবে।
আরও পড়ুন:
তিনি আরো বলেন, আমি জামায়াতের বিরোধীতা করতে চাই না কিন্তু গ্রামে গ্রামে সহজ সরল নারীদের বিভ্রান্ত করছে জামায়াতের মহিলা সদস্যরা। তারা জান্নাতের ক্লিয়ারেন্স দিচ্ছে। তারা যতবার মাঠে যাবে তার চেয়ে বেশি আমাদের কর্মীদের মানুষের কাছে যেতে হবে ভোট চাইতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক ঘরে ঘরে বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এসময় বিএনপি ক্ষমতায় গেলে বকশীগঞ্জ উপজেলায় কি কি উন্নয়ন করা হবে তা নিয়েও প্রতিশ্রæতি ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য।
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার।
কর্মী সমাবেশে বকশীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি , অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।