সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে “মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুুন ঐক্যবদ্ধ হই” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বৃহস্পপালিত হয়েছে।
এ উপলড়্গে ইএসডিও’র সৌহার্দ্য কর্মসূচি ৩ এর সহযোগিতায় বেলা ১১ টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদড়্গিণ করে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ কমপেস্নক্স চত্বরে আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস'্য ও প.প. কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন
, ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি ৩ , এর এইচ.এইচ.এন প্রকল্পের টিও রায়হান কবির, ফিল্ড সুপারভাইজার আবদুল মতিন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় স্বাস'্য কর্মী, স্বাস'্য সহকারী ও বিভিন্ন ইউনিয়নের সিএইচভি অংশ নেন।
এ উপলড়্গে ইএসডিও’র সৌহার্দ্য কর্মসূচি ৩ এর সহযোগিতায় বেলা ১১ টায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদড়্গিণ করে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ কমপেস্নক্স চত্বরে আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস'্য ও প.প. কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন
, ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি ৩ , এর এইচ.এইচ.এন প্রকল্পের টিও রায়হান কবির, ফিল্ড সুপারভাইজার আবদুল মতিন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় স্বাস'্য কর্মী, স্বাস'্য সহকারী ও বিভিন্ন ইউনিয়নের সিএইচভি অংশ নেন।