কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বন্যা দুর্গতের মাঝে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

G M Fatiul Hafiz Babu



কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলে সহস্রাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বিনা মূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে নাগেশ্বরী উপজেলার চর নারায়নপুরে বন্যা দুর্গতদের জন্য এ চিকিৎসা সেবার আয়োজন করে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

চিকিৎসা সেবা প্রদান করেন বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক কামরুল হাসান সোহেল,

 বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক স্বপন কুমার বিশ্বাস, ডাঃ আবু সাইদ, ডাঃ সবুজ, ও ডাঃ মমিনুলসহ ৮ জন চিকিৎসক।

রোগীদের শারীরিক পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এতে সহায়তা করেন কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মিথুন, ঝনু,

মাহফুজ, জুয়েল, মুকুল, শহিদ, মিলন, লিমন, মাসুম বিলস্নাহ, অরেঞ্জ ও লিটনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top