ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস কাল

G M Fatiul Hafiz Babu


জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জঃ


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তে অবস্থিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস আগামিকাল সোমবার।

 ১৯৭১ সালের ৪ ডিসেম্বরে ১১ নম্বর সেক্টরের বীরমুক্তিযোদ্ধারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলে শত্রু মুক্ত করতে সক্ষম হয়। তাই প্রতি বছর দিনটিকে ধানুয়া কামালপুর শত্রু মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ বছর ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের আয়োজনে দিবসটি পালিত হবে।

দিবসটি উপলক্ষে শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ মিনি স্টেডিয়াম মাঠে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ টায় অতিথি বৃন্দের আসন গ্রহণ। সকাল ১০.৩০ মিনিটে পতাকা উত্তোলন ও পায়ড়া উড়ানো ।

 বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরস্কার প্রদান । বেলা ১১.১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত , বেলা ১১.২০ মিনিটে আলোচনা সভা ও সন্ধ্যা ৬ টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও

 বিশিষ্ট শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতি) । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top