
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে পরিবার পরিকল্পনা (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারি (এফডব্লিওএ) দের শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরণ সহ নিয়োগবিধি ও ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঘোষণা অনুযায়ী শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
৫ মার্চ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ঘন্টাব্যাপি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে ৬ দফা দাবী সম্বলিত স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রীবরদীর নিকট প্রেরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. শফিকুল ইসলাম প্রচার সম্পাদক বিভাগীয় কমিটি ময়মনসিংহ বিভাগ, আমিনুল ইসলাম, সহ-সভাপতি শেরপুর জেলা শাখা, মো. সাইফুল ইসলাম, সভাপতি শ্রীবরদী উপজেলা শাখা, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসাইন, কোষাধক্ষ্য আম্বিয়া আজাদি, শফিকুল ইসলাম, হাদিউল ইলাম, আ. মতিন, মিয়া, মো. শাহজাহানসহ উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ।