ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন সম্পন্ন

S M Ashraful Azom
conference of Islampur Noapara Union Awami Jubo League was completed

জামালপুর প্রতিনিধি:  মধ্যম আয়ের দেশ হতে উন্নত দেশে বাংলাদেশকে গড়ে তোলা প্রত্যয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়া ও সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়ন  আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সম্মেলনে সাইদুর রহমান সভাপতি ও রাশেদুল ইসলাম রাসেল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানাগেছে, উলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড় মাঠে বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী যুবলীগ এই ত্রি বার্ষিকী সম্মেলনের আয়োজনে করে।
নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আসাদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে  ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু এতে উদ্বোধনী বক্তব্য রাখেন।
আরও পড়ুন>>বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই!
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের সভাপতি  রাজন শাহা রাজু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহম্মেদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আক্রামুজ্জামান হিরু।
অনুষ্ঠিত সম্মেলনে অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিয্দ্ধোা আলহাজ্ব বারী মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান সরকার,হাবিবুর রহমান শাহিন,নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অংকন কর্মকার, জেলা যুবলীগ ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মানিরুজ্জামান লাজু, সাংগঠনিক সম্পাদক সবুজ খন্দকার,আলআমিন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।


ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করীম রেজার সঞ্চালনায় এ সময় জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>চরম হতাশায় বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংকে তীব্র সংকট
অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় ভোট গ্রহনের সিদ্ধান্ত হয়। এতে স্বতস্ফুত ভোট গ্রহনে ব্যাপক ব্যবধানে সভাপতি পদে সাইদুর রহমান ও সাধারন সম্পাদক পদে রাশেদুল ইসলাম রাসেল নির্বাচিত হন।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top