`ভারতের ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৪৩ জন'

Seba Hot News
`ভারতের ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৪৩ জন'
সেবা ডেস্ক: -ভারতের ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৪৩ জন নিহত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।সোমবার সকালে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও বজ্রপাতে উত্তর প্রদেশে ১৮ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, অন্ধ্র প্রদেশে ৯ জন ও দিল্লিতে দুইজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর পশ্চিমে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। ঝড় ও বজ্রপাতে ৪৩ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা গভীর শোকাহত।

 কর্মকর্তা নির্দেশ দেয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়।
ঝড়ের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘন্টারও বেশি সময় বন্ধ রাখা হয়। ওই সময় ৭০টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয় বলে জানিয়েছিলেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top