অপহরণের ২৪ দিনেও উদ্ধার হয়নি মারিয়া আক্তার

S M Ashraful Azom
Maria Akter has not been rescued 24 days after abducting

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে অপহরণের ২৪ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি মারিয়া আক্তার (২৪) নামে এক যুবতী। উল্টো বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পিরিচপুর গ্রামে।

এ নিয়ে নিঁখোজ মারিয়া আক্তারের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯/(১)/৩০ ধারায় মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল পিরিচপুর গ্রামের আ: মতিনের কন্যা মারিয়া আক্তার বড় ভাইয়ের বাড়ি থেকে পিতার বাড়িতে যাওয়ার সময় রাস্তায় আজহারুল ইসলাম ওরফে রাজধানী (২৬), মো: ইরাক মাহমুদ (৪০), তারেক মিয়া (১৯)  মো: দুলাল মিয়া (৩০), আবু সাইদ (৪৫) মো: হাবিবুর রহমান (৩৫) মো: পলাশ মিয়া (৩৫) অপহরণ করেন। ২৪ দিনেও মারিয়া আক্তার উদ্ধার না হওয়া ও মামলার আসামীকে গ্রেফতার না করা এবং বাদী ও স্বাক্ষীকে হুমকির প্রতিবাদে ৮ মে মঙ্গলবার সকালে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে মামলার বাদী মনোয়ারা বেগম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কান্না কণ্ঠে মনোয়ারা বলেন, আমার মেয়ে জীবিত না মৃত আমি জানি না। আদালত মামলাটি এফ.আইআর করার নির্দেশ দিলে পুলিশ এফআইআর করে কোন আসামীকে গ্রেফতার করেনি বরং আসামীরা এলাকায় থেকে উল্টো আমাকে ও মামলার স্বাক্ষীকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমার মামলার স্বাক্ষী খায়েরকে আসামী দুলাল মিয়া ও পলাশ মিয়া রাতভর অবরুদ্ধ করে রেখেছিল। আমি দ্রুত আমার মেয়েকে ফিরে পেতে চাই। এ বিষয়ে অভিযুক্ত পলাশ মিয়া বলেন, আমাকে হয়রানি করার জন্য এ মামলার আসামী করা হয়েছে। আমি অপহরণের সাথে জড়িত ছিলাম না। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।






#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top