
সেবা ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আদেশ হবার পরেও কেন হচ্ছেনা খালেদা জিয়ার জামিন? উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আদেশ হবার পরে অনেক সাধারণ মানুষের মনেই প্রশ্নটি উদিত হচ্ছে। কিন্তু খালেদা জিয়া যে শুধু একটি মামলাতেই আদালতের কাছে দায়বদ্ধ নয় তা অনেক মানুষেরই অজানা।
খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে বিধায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন। এ দু’টি মামলায় জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা আছে। এরমধ্যে ১৯টি মামলা বিচারাধীন, তদন্ত চলছে ১২টি মামলার এবং আদালতের নির্দেশে ৩টি মামলার কার্যক্রম স্থগিত আছে। বিচারাধীন ১৯টি মামলার মধ্যে ১৪ টির বিচার কার্যক্রম রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারের বিশেষ আদালতে পাঠানো হয়েছে৷
এছাড়াও মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে। তাছাড়া রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার নাশকতা ২টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি বিশেষ জজ-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক মাহমুদুল কবিরের আদালতে।
গ্যাটকো দুর্নীতি মামলাটি ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক এম আতাউর রহমানের আদালতে বিচারাধীন। অন্যদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলাটি ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এস এম রুহুল এমরানের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য অপেক্ষমান।
একাধিক মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ এবং দোষী সাব্যস্ত হবার দারুন সম্ভাবনা থাকায় খালেদার রাজনৈতিক জীবনের সমাপ্তি হতে খুব বেশি সময় নেই বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।