শ্রীবরদীতে হুইপ আতিকের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও প্রতিবাদ সমাবেশ

S M Ashraful Azom
শ্রীবরদীতে হুইপ আতিকের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক সহ ৬ নেতার বিরুদ্ধে ১৯ মে কার্য নির্বাহী সভায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে বিক্ষুদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পৌরশহরের চৌরাস্তা মোড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মিয়া ও শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আ. কাদেরের নেতৃত্বে ঝাড়– মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এসময় দলীয় গঠনতন্ত্র বহির্ভূত সিদ্ধান্ত গ্রহনের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মিয়া ও শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আ. কাদের। এসময় উপজেলা যুব লীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা কৃষক লীগসহ স্থানীয় সরকার দলীয় এমপির সমর্থক ও অনুসারীরা উপস্থিত ছিলেন।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top