`অধিনায়ক দিনেশ চান্ডিমালের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

Seba Hot News
`অধিনায়ক দিনেশ চান্ডিমালের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
সেবা ডেস্ক: - বল-টেম্পোরিং ঘটনায় শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল আইসিসির আচরণবিধির ২.২.৯ ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে আইসিসি। এক ট্যুইটের মাধ্যমে এমনই জানিয়েছে আইসিসি। তবে এর জন্য শ্রীলঙ্কার অধিনায়ককে কী শাস্তি দেওয়া হবে, সেটা জানানো হয়নি।

গতকাল সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে বল-টেম্পোরিংয়ের অভিযোগ আনেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। এরফলে তৃতীয় দিন সকালে মাঠে নামতে অস্বীকার করে শ্রীলঙ্কা দল। অনেক টালবাহানার পর দু’ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। ওয়েস্ট ইন্ডিজকে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হয়। এরপর চান্ডিমালকেও শাস্তি দেওয়ার কথা জানানো হয়।

 শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, দক্ষিণ আফ্রিকায় যা হয়েছে, তারপর সবাই অতিরিক্ত সতর্ক হয়ে গিয়েছেন। বলের আকার হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে আম্পায়াররা বল বদল করার কথা বলেন। এটি ভালভাবে নেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top