রৌমারীতে কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

S M Ashraful Azom
রৌমারীতে কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  মানববন্ধন
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার ও অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম ও রৌমারী শিক্ষক পরিষদের উদ্যোগে রৌমারী উপজেলা গেটের সামনে ডিসি রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ সকল শ্রেণির ৫শতাধিক লোক।

মাবনবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সামাদ খান, সাধারণ সম্পাদক প্রভাষক আকতার হোসেন, রৌমারী শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক একরামুল হক, সহ-সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, রৌমারী কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহজাহান সিরাজী প্রমূখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারাষ্ট্র মন্ত্রী বরাবরে ম্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য ২৫মে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাউবাড়ি কান্দা গ্রামের নজরুল ইসলামের পুত্র প্রভাষক রফিকুল ইসলামের উপর জমিজমা সংক্রান্ত বিষয়ের জেরধরে সাদেক আলীসহ তার সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে  গুরুতর আহত করে। এবিষয়ে রৌমারী থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২২,তারিখ ২৫মে/১৮ ইং। অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করলেও মুল আসামী ধরা ছুয়ার বাহিরে রয়েছে।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top