বাঁশখালীতে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ পালিত

S M Ashraful Azom
বাঁশখালীতে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:  “আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃ ব্যবহার করি। না পারলে বর্জন করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইউএসএআইডি’র কোডেক ক্রেল প্রকল্পের সহযোগীতায় ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে ৫ জুন মঙ্গলবার বেলা ১১ টায় নাপোড়া প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলদী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক সিকদার। 

এতে প্রধান অতিথি ছিলেন জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উত্তম কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক জোবাইরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চাম্বল বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, নাপোড়া বিট কর্মকর্তা মো. আবদুর রউফ মিয়া, জলদী বিট কর্মকর্তা আমিনুল ইসলাম, ক্রেল প্রকল্পের সাইট ফ্যাসিলিটেটর জগদীশ মন্ডল ও সুজন দাশ প্রমুখ। 

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top