রৌমারীতে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
রৌমারীতে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট সোমবার দুপুরের দিকে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল হাশেম প্রভাষক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফসানা রাব্বি রীপা, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শালু, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সামছুল হক মৌলভী, টেরে ডেস হোমস ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড কো-অডিনেটর প্রণব কুমার রায়, প্রোগ্রাম ম্যানেজার ওয়াশ মো.আশরাফুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার প্রোটেকশন মো. ছাদেক আলী, অ্যাডভোকেসি অফিসার মো. জিয়াউর রহমানসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

প্রসঙ্গত মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে এসব বিষয়ে সচিত্র তুলে ধরা হয়। তার মধ্যে বন্যাকবলিত এলাকায় বসতবাড়ি উ”ু করন, টয়লেট, টিউবওয়েল, ক্লিনিক মেরামত, প্রসব বেদনা বিষয়ে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top