সাপাহারে আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
সাপাহারে আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গ্রামে-গঞ্জে, ঘরে-ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলা আ’লীগের  সভাপতি ও নওগাঁ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মালেক এমপি ও জেলার সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

রবিবার (১১ আগষ্ট) জেলা পরিষদ ডাকবাংলো মাঠে বিকেলে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক এমপি বলেছেন, ‘মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তাই উন্নয়নের কথা তাদের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আমরা যেসব কর্মসূচি নিয়েছি, সেগুলো মানুষের কাছে তুলে ধরবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জনসমর্থনও বাড়ানো দরকার। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। কোনোরকম দলীয় কোন্দল যেন না থাকে সেদিকে খেয়াল রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে যেখানে সমস্যা আছে, তা দ্রুত মিটিয়ে ফেলা প্রয়োজন।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন প্রমুখ।
৬ ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদক, আ’লীগ সহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য প্রদান করেন। 

গ্রামীণ উন্নয়নে বাজেটের কথা তুলে ধরে সাধন চন্দ্র মজুমদার এমপি আরো বলেন, ‘আমরা এলজিডির মাধ্যমে গ্রামের রাস্তাঘাটের উন্নয়নে বাজেট দিচ্ছি! সেখানে যেন কেউ চাঁদাবাজী সহ কোনও দুর্নীতি না করতে পারে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রতিটি টাকা যথাযথভাবে ব্যয়ের মাধ্যমে আপনারা নিজেদের এলাকার উন্নয়ন করবেন, আমি এটাই চাই।’
তৃণমূলের ঐক্যের ওপর গুরুত্ব করেছেন বক্তারা।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top