সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় বিভাগীয় ক্রীড়ায় পুরস্কার জিতলো ৩৬টি ইভেন্টে

S M Ashraful Azom
0
সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় বিভাগীয় ক্রীড়ায় পুরস্কার জিতলো ৩৬টি ইভেন্টে

জাকারিয়া জাহাঙ্গির: জামালপুরের সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় বিভাগীয় ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ৩৬টি পুরস্কার অর্জন করেছে। ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগে সুইটস বাংলাদেশ আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আউশনগর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া এবং মধুপুর অডিটরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইতিমধ্যেই সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণ বিজয়সহ বিভিন্ন ক্ষেত্রে গৌরব অর্জন করে।

তিনদিন ব্যাপি বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের ৪৮ জন প্রতিযোগী অংশ নেয়। দৌঁড়, লংজাম্প, হাইজাম্প, শর্ট বল, গান, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ১৪ জন প্রতিযোগী প্রথম স্থান, ১২ জন প্রতিযোগী দ্বিতীয় এবং ১০ জন প্রতিযোগী ৩য় স্থান অর্জন করে। প্রতিযোগিতার শেষদিনে মধুপুর অডিটরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আউশনগর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শুশান্ত প্রামানিক। সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিযোগী ও ১১ শিক্ষক প্রতিনিধি টিমের নেতৃত্বে ছিলেন প্রধান শিক্ষক আনিছুর রহমান ও শিক্ষক প্রতিনিধি মন্টুলাল তেওয়ারী। সরকারের সহায়তা, উন্নতর প্রশিক্ষণ এবং ভালো পরিবেশ পেলে শিক্ষার্থীরা আরও ভাল সাফল্য লাভে সক্ষম হবে।
⇘সংবাদদাতা: জাকারিয়া জাহাঙ্গির

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top