আগামী ৮ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস

S M Ashraful Azom
0
আগামী ৮ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস

সেবা ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস। আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ ট্রেন সার্ভিস চালু হবে। এদিন বিকেল ৫টা ২০ মিনিটে রেলমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন।

এ তথ্য টিনিউজকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার রেলপথ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল। এ অবস্থায় মঙ্গলবার (৬ নভেম্বর) রেল মন্ত্রণালয় ট্রেনের বিষয়ে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটিকে জরুরি সভার আহবান করে। পরে সেখানে রেলমন্ত্রী মজিবুল হক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবং ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি লোকজন একত্রে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে ৫টা ২০ মিনেটে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস রেলমন্ত্রী উদ্বোধন করবেন। এ সময় ট্রেনটি ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবে। এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল আসবেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন টিনিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনেটে রেল মন্ত্রী মজিবুল হক উদ্বোধন করবেন। এর মধ্যে দিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলবাসির প্রত্যাশিত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর স্বপ্ন পূরণ হবে। এতে আমরা অত্যন্ত আনন্দিত। এতে করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

সরাসরি ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালু না থাকায় ভোগান্তিতে পড়তো হতো। দীর্ঘ লাইনে দাঁড়িতে থেকেও টিকিট মিললেও সিট পাওয়া যেতে না। এ কারণে চরম ভোগান্তিতে পোহাতে হতো যাত্রীদেরকে।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় হতে কমিউটার ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেন। এরপর বিগত ২০১৪ সালে (২৩ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রেল পথ মন্ত্রণায়লকে ঢাকা-টাঙ্গাইল সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস চালু করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু এর পরেও ট্রেন সার্ভিস চালু হয়নি। এতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে ট্রেনের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top