জামালপুর ৫টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করলেন নৌকা পাগল ৩৮ জন

S M Ashraful Azom
0
জামালপুর ৫টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করলেন ৩৮ জন

সেবা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে জামালপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

আওয়ামী লীগ এর দলীয় সূত্রে পাওয়া এখন পর্যন্ত জামালপুর-১ আসনে ১০ জন, জামালপুর-২ আসনে-৬ জন, জামালপুর-৩ আসনে ১ জন, জামালপুর-৪ আসনে ১০ জন ও জামালপুর-৫ আসনে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এই পাঁচটি আসনে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন-

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে দলীয় মনোয়নপত্র কিনেছেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখ্খার হোসেন খোকন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য এম জামান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ মোকছেদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফারুক আজিজ।

জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ হ্যাপী, জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা  শাহজাহান আলী মন্ডল ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।

জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফজলুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদ তারা ও আনিছুর রহমান এলিন ও মহাদান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমত আলী।

জামালপুর-৫(সদর) আসনে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মোজাফফর হোসেন,শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান ও জাপান আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী জুয়েল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top