ঘাটাইলে রেল ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন

S M Ashraful Azom
0
ঘাটাইলে রেল ও গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন

আব্দুল লতিফ, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি:  ঘাটাইলে রেল লাইন ও গ্যাস সংযোগের দাবীতে গতকাল শনিবার বেলা ১১ ঘটিকার সময় ঘাটাইল প্রেসক্লাবের উদ্যোগে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সর্বস্তরের জনতা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের পিপি এডভোকেট এস আকবর খান, ঘাটাইল উপজেরা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), ঘাটাইল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মাসুদুর রহমান আজাদ,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঘাটাইল প্রেসক্লাবের য্গ্মু  আব্দুল লতিফ,দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান,সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন,  ঘাটাইল একটি সর্ববৃহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ন উপজেলা। এখানে দেশের অন্যতম একটি সেনানিবাস রয়েছে। অথচ এ উপজেলার সাথে রেল যোগাযোগ নাই। উত্তর টাঙ্গাইলের ৪  উপজেলার জনসাধারনের ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য টাঙ্গাইল-ঘাটাইল-মধুপুর হয়ে ময়মনসিংহের সাথে রেল যোগাযোগের দাবী জানান।

অপর দিকে পাশ্ববর্তী উপজেলা গোপালপুরে গ্যাস সংযোগ থাকলেও গুরুত্বপূর্ন উপজেলা হিসাবে ঘাটাইলে গ্যাস সংযোগ নেই। তাই রেললাইন নির্মাণের পাশাপাশি গ্যাস লাইন সংযোগের দাবী জানান বক্তারা। মানববন্ধনে ঘাটাইল অটোরিক্সা অটোটেম্পু ও সিএনজি কল্যান সঞ্চয় তহবিল সহ বিভিন্ন সংগঠন একাতœতা ঘোষনা করেন।


⇘সংবাদদাতা: আব্দুল লতিফ
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top