
জামালপুর প্রতিনিধি: জামালপুর (সদর)-৫ আসনের মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
সোমবার বিকেলে মনোনয়ন পেয়ে জামালপুরে পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করেন নেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা ইঞ্জিনিয়ার মোজাফ্ফরের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন এই স্লোগান দেন। পরে ঝাওলা গোপালপুর কলেজ মাঠে নেতাকর্মীদের উদ্দেশে ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। আপনারা দোয়া করেছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আশা করছি জামালপুর সদরের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
এ সময় কেন্দুয়া, তিতপল্লা, দিগপাইত, শরিফপুর, শাহবাজপুর, লক্ষীরচর, রানাগাছা, নরুন্দি, বাঁশচড়া, শ্রীপুরসহ ১৫টি ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।