কুড়িগ্রাম-৪ আসনে নৌকার গণজোয়ার

S M Ashraful Azom
0
কুড়িগ্রাম-৪ আসনে নৌকার গণজোয়ার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ২৮,কুড়িগ্রাম-৪আসনে নৌকার গণজোয়ার শুরু হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দের হাওয়া। নৌকা প্রতীকে সমর্থনে একমত পোষণ করছেন তারা। বর্তমানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন সকলের কাছে। 

সমর্থনও পাচ্ছেন ব্যাপকহারে। উপজেলার সকল বাজারে হোটেল,রেস্তরায়,পানের দোকানে, মাঠেঘাটে অফিসেও সংসদ নির্বাচনী আলোচনা চলছে। তবে এ আসনে আড়াই ডজন আওয়ামীলীগের নেতৃবৃন্দ মনোনয়ন কিনলেও ভোটাররা চাইছেন সৎ ও যোগ্য প্রার্থী। তাহলেই নৌকা প্রতীককে বিজয়ী উপহার দেওয়া যাবে। 

আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয়ী ছাড়া সম্ভব না। এসরকারের উন্নয়নের মধ্যে বছরের প্রথম তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পড়ে তার জন্য উপবৃত্তি চালু করা হয়েছে। হত-দরিদ্র অসহায় বৃদ্ধাদের জন্য বযস্ক, বিধাব, স্বামী পরিত্যক্তা, পুঙ্গ,প্রতিবন্ধি ভাতা চালু করা হয়েছে। যাতে কোন মানুষ না খেয়ে,মারা না যায়। এছাড়াও বৃদ্ধাশ্রম নির্মান করা হয়েছে। 

শ্রমজীবি মানুষের জন্য ১০টাকা দরে রেশন কার্ডের মাধ্যমে ৩০ কেজি চাউল দেওয়া হচ্ছে। দিনমুজুরীদের জন্য কর্মসৃজন কর্মসুচীর ব্যবস্থা করা হয়েছে। এতে শতশত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আশ্রয়হীনদের জন্য আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয়েছে। নদীভাঙ্গন ও বন্যার্তদের জন্য বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যাদের জমি আছে ঘর নাই তাদের জন্য ১লাখ ২০ হাজার টাকার ব্যয়ে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। 

উপজেলায় রাস্তা মেরামত ও পাঁকা করণ করা হয়েছে। সীমান্তের বিজিবি সদস্যদের যানবাহন ও চলাচলের জন্য রাস্তা মেরামতে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মধ্যবৃত্ত কৃষকদের জন্য সার-বীজ, টিলার, পানিসেচ মেশিনসহ অত্যাধুনিক যন্ত্রপাতি বিন্যামুল্যে বিতরণ করা হয়েছে। তাদের জন্য স্বল্প মুনাফায় কৃষিঋণের ব্যবস্থা করা হয়েছে। দলীয় নেতৃবৃন্দরা সরকারের এসব উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটরদের মাঝে।

রৌমারী উপজেলার বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুর রহমান বলেন, এ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে শেষ করা যাবে না। আরো কিছু কাজ বাকি আছে যা আওয়ামীলীগ সরকার ছাড়া বাস্তবায়ন করা সম্বব হবে না। এলাকাবাসি মনে করেন নৌকা প্রতীক দেওয়া হলে জয় নিশ্চিত।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top