
শাহবাগের স্বঘোষিত নেতা ইমরান এইচ সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, এলাকাবাসীর অনুরোধ ও আগ্রহের বিষয়ে চিন্তা-ভাবনা করে খুব শিগগরই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো।
ইমরান বলেন, ‘‘এলাকাবাসী চাইছেন কুড়িগ্রাম-৪ (রৌমারি-রাজিবপুর-চিলমারি) আসনে নির্বাচন করি। এলাকার মুরুব্বিরা প্রতিনিয়তই আমাকে ফোন দিচ্ছেন, আমার বাবাকে অনুরোধ করছেন। আমি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি। খুব দ্রুতই আপনাদের আমার সিদ্ধান্তের বিষয়ে জানাতে পারবো।”
তার এই বক্তব্যের সত্যতা খুঁজতে গিয়ে জানা যায় অন্য কাহিনী। এলাকার মানুষের মধ্যে ইমরান এইচ সরকার ও তার পরিবারের কোন প্রভাব বা তাকে সংসদ সদ্স্য হিসেবে নির্বাচিত করার কোন মনোভাব পরিলক্ষিত হয়নি। বরং নিজেকে নতুন করে আলোচনায় আনতেই নির্বাচনী অংশগ্রহনের কথা ছড়িয়ে বেড়াচ্ছেন বলে অনেকেই মন্তব্য করেন। এলাকাবাসী মুরুব্বিদের সাথে কথা বলে জানা যায়, ইমরান এইচ সরকার একজন বিতর্কিত ব্যক্তি, তার অনেক কার্যকলাপ কুড়িগ্রাম বাসী সুন্দর ভাবে গ্রহন করতে পারেনি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।