
সেবা ডেস্ক: রাজধানীর আলোক হেলথ কেয়ার এন্ড হসপিটালের ব্যবস্থাপনার পরিচালক মো. লোকমান হোসেন এর আমন্ত্রণে টঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ঘাটাইলের বর্তমান এমপি রানার পিতা আলহাজ্জ্ব আতাউর রহমান খানকে সংবর্ধনা দেওয়া হয়।
গত ২৫নভেম্বর রোববার সন্ধ্যায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি পালন করা হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ার হসপিটালে কর্মরত ঘাটাইলের তিন শতাধিক চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তারা বলেন,আতাউর রহমান খানকে আমাদের বিজয় করতেই হবে। আমাদের বর্তমান এমপি জেলে থাকার দরুণ আমরা ঘাটাইলে তেমন উন্নয়ন করতে পারি নাই। তাই জাতীয় একাদশ নির্বাচনে আতাউর রহমান খানকে নির্বাচিত করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
এ সময় আতাউর রহমান খান বক্তব্যকালে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে এই আসনের প্রার্থী করেছেন । আশা করি ঘাটাইলের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদাই কাজ করে যাবো এবং এই আসনে নৌকার বিজয় ছিনিয়ে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে জয় উপহার দিতে পারবো।
তিনি আরও বলেন,ঘাটাইলের জনগণই আমার মূলশক্তি। এছাড়াও তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।