
টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ ছানোয়ার হোসেনের প্রচারণায় পাড়ায় পাড়ায় গড়ে তোলা হচ্ছে নৌকার নির্বাচনী কার্যালয়।
প্রার্থীর উপস্থিতি ব্যতিত প্রচার প্রচারণা অব্যাহত রাখতে অস্থায়ীভাবে গড়ে তোলা হচ্ছে এ নির্বাচনী কার্যালয়। আসনটির দলীয় প্রার্থীর প্রচারণা গতিশীল করতে শুক্রবার টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে নির্বাচনী কার্যালয়।
এর মধ্যে টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর খান মেনু।
এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগ এর সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামীলীগ এর সহ-সভাপতি আবু সাইদ খান পিয়ারা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উল্কা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
এ নির্বাচনী প্রচারণায় দিন ব্যাপি মাহমুদনগর ইউনিয়নে গণসংযোগ করেন নৌকার প্রার্থী আলহাজ¦ ছানোয়ার হোসেন। এ দিন দুপুরে আসনটির আয়নাপুর হাটে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ¦ ছানোয়ার হোসেন এর নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে নেমেছে দলের তরুণ নেতাকর্মীরা। এছাড়াও টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন নৌকার প্রার্থী আলহাজ¦ ছানোয়ার হোসেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।