নৌকায় ভোট চাওয়ার অপরাধে আওয়ামীলীগ নেতাকে হামলা

S M Ashraful Azom
0
নৌকায় ভোট চাওয়ার অপরাধে আওয়ামীলীগ নেতাকে হামলা
সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজারে নৌকায় ভোট চাওয়ার অপরাধে ২নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী বারেক খান(বাবুল)এর উপর গতকাল ২০ডিসেম্বর, মৃত্য হাবিবুর রহমান(হাবু) মেম্বারের ছেলে বিএনপি জামাত নেতা ফারুকুল ইসলাম(বাবলু) ও তার লাঠিবাহিনী দল গারোবাজার মেইন রোডে বিএনপি অফিসের সামনে আকস্মিক ভাবে আক্রমণ করে।

বারেক খান(বাবুল) মুরাইদ এলাকায় নৌকার কর্মীদের সাথে দেখা করার জন্য, আওয়ামী মনোনিত আতাউর রহমান খানের নৌকা মার্কার পোষ্টার হাতে নিয়ে গারোবাজার মেইন রোড দিয়ে যাচ্ছিলেন, আকস্মিকভাবে বিএনপি জামাত নেতা ফারুকুল ইসলাম(বাবলু) ও তার লাঠিবাহিনী দল দৌড়ে এসে বারেক খান(বাবুল)কে লাঠি দিয়ে সারা শরীরে এলোপাথাড়ি আগাত করতে থাকে,বারেক খান(বাবুল) পাকা রাস্তার উপরে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে,স্থানীয় আওয়ামীলীগ অফিসের লোকজন খবর পেয়ে এগিয়ে এসে প্রতক্ষদর্শী জনগণের সহায়তায় অ-জ্ঞান অবস্থায় বারেক খান (বাবুল)কে উদ্ধার করেই সাথে সাথে ঘাটাইল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয় এবং দুপুর ২টার দিকে ভর্তি করা হয়।

উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের ডিউটি ডাঃ বলেন,রোগীর অবস্থা খুব একটা ভাল না,শরীরের প্রায় সব জায়গায় জখমের চিন্হ,দুর্বিত্তরা বারেক খান(বাবুল)কে মেরে ফেলার জন্য শরীরের সেনসিটিভ জায়গা গুলোতে ভারি লাঠি ও পা দিয়ে আগাত করেছে।রোগীর জ্ঞান ফিরলে পরিক্ষা করতে হবে।যেহেতু প্রায় ৮ঘন্টা যাবৎ অ-জ্ঞান তাই ২৪ আগে কিছু বলা যাচ্ছে না।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top