
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি অপটিমিস্টস বাংলাদেশ‘ এর চাইল্ড স্পন্সরশীপ কর্মসুচির আওতায় মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠান গত রবিবার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘দি অপটিমিস্টস বাংলাদেশ‘ এর চট্টগ্রাম রিজিয়নের সমন্বয়কারী ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে.এম সালাহউদ্দীন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন ‘দি অপটিমিস্টস বাংলাদেশ‘ এর জেনারেল সেক্রেটারী এ.কে.এম সাঈদুল করিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের লেখা-পড়া হতে ঝরে পড়া রোধে এ ধরণের নগদ অনুদান কার্যকর ভুমিকা রাখবে।'
অনুষ্ঠানে বাঁশখালী, কুতুবদিয়া ও চন্দনাইশ উপজেলার ৪৬ জন মেধাবী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ৯ হাজার ৩শত টাকা করে নগদ ৪ লক্ষ ২৭ হাজার ৮শত টাকা অনুদান বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিকেশ ভট্টাচার্য ও বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী।
⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।