সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নৌকার পক্ষে নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনা বিএনপির সাজানো নাটক ও নিজেদের কার্যালয় নিজেরাই পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে আওয়ামী লীগ।

ঘটনার সময় উপজেলা বিএনপির কার্যালয়, অন্তত ৩০টি দোকান ও ১০টি মোটর সাইকেল ভাঙচুর হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার আরামনগর বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১১টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকায় আওয়ামী লীগ নির্বাচনী মিছিল বের করে। পরে আরামনগর বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বেলা ১২টার দিকে আওয়ামী লীগের এমপি প্রার্থী ডা. মুরাদ হাসান বক্তব্য শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পথসভার স্থলে এলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পথসভার লোকজনের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। 

সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগে উপজেলা বিএনপির কার্যালয় পুড়ে যায়। এছাড়া বাজারের অন্তত ২৫-৩০টি দোকান ও ১০টি মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষে অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রায় দু’ঘন্টা জামালপুর-সরিষাবাড়ী-ভুয়াপুর সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় এমপি প্রার্থী মুরাদ হাসান বক্তব্য দেওয়া শুরু করলে বিএনপি নেতা বেলজিয়াম সেলিম ও শহিদ ভিপির নেতৃত্বে বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত ককটেল বিস্ফোরণ ঘটায় ও হামলা করে। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি নিজেদের কার্যালয়ের কিছু চেয়ার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে চাইছে।’

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, ‘সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top