
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বাসষ্ট্যান্ডে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে চারজন আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়েছে।
জানা যায়, ১৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ঘাটাইলের পাকুটিয়া বাসষ্ট্যান্ড চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকার মিছিল বের করলে, একই সময়ে বিএনপি নেতা কর্মীরা ধানের শীষের মিছিল বের করে। মিছিলটি যখন মুখোমুখি হয় ঐ সময় বিএনপি’র নেতা কর্মীরা মিছিলের ভিতর থেকে ইট-পাটকেল দ্বারা আওয়ামী লীগের মিছিলে ঢিল ছুঁড়ে। এতে আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মীরা আহত হয় ও সে সুযোগে বিএনপি’র নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালালে উভয় দলের মাঝে সংঘর্ষ বেধে যায়। উক্ত সংঘর্ষে আওয়ামী লীগের ৪জন আহত হন।
আহতরা হলেন দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ন কবির (৪৫), আমির হামজা(৩০), মাহারুল (৫২), ইয়ামিন (৪০)। তাদেরকে ঘাটাইল হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া দেওয়া হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।