
প্রতিক নাগ: আসছে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার মাঝি আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। আজ মঙ্গলবার তিনি আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন জামালপুর পৌর শহরে প্রধান প্রধান সড়কে পথচারী, ব্যবসায়ী ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাসহ পথসভার মধ্যদিয়ে।
প্রচারণাকালে এক পথ সভায় মোজাফফর হোসেন বলেন, আমাকে আপনাদের সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকের মাঝি করে পাঠিয়েছেন। এই নৌকার মাঝি আপনাদের কথা দিচ্ছে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সকল সমস্যা নিরসনের মাধ্যমে মডেল উপজেলার দিকে নিয়ে যাবো সদরবাসীদের। সদরবাসীর সেবায় নিয়োজিত থাকবো বলেই আমি নৌকার মাঝি হবার স্বপ্ন দেখেছি। যদি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় এবং আমি জামালপুুর-৫ সদর আসনের এমপি হতে পারি তাহলে আপনাদের ইউনিয়নের সমস্যা সমাধান করতে যা যা করতে হবে তাই করবো ইনশাআল্লাহ।
নির্বাচনী প্রচারণাকালে জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগ সদস্য সিদ্দিকি নাজমুল আলম, নারায়ণ চন্দ্র পাল রানা, জেলা পরিষদ সদস্য বুলবুলী আক্তার, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মোহসীনুজ্জান মোহসিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা, যুগ্ম আহ্বায়ক ফারহানা সোমাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
⇘সংবাদদাতা: প্রতিক নাগ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।