
কুড়িগ্রাম-৪ আসনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মো.জাকির হোসেন (নৌকা) প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা সভাপতি মো. আজিজুর রহমান (ধানেরশীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হাবিব দুলাল (সিংহ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। বিএনপি প্রার্থী মো. আজিজুর রহমান নিবন্ধন বাতিল হওয়া জামাতের সাথে থাকায় এলাকাবাসির মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে জামাত থেকে একাধীকবার প্রার্থী দিলেও এ তিন উপজেলার ভোটারগণ তার সমর্থক ছাড়া অন্য কোন দলে ভোট দেননি। ফলে প্রতি নির্বাচনে জামাতের ভরা ডুবি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হাবিব দুলাল অষ্টম জাতীয় সংসদ নিবাচনে জাতীয় পাটির্ (এরশাদ) এর মনোনিত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতায় জামাতের প্রার্থী মো.আব্দুল লতিফ মাষ্টার (দাড়িপালা) প্রতীকে হারিয়ে নির্বাচিত হয়ে ছিলেন।
তবে তিনি চিলমারী উপজেলায় কিছু উন্নয়ন করলেও রৌমারী ও রাজিবপুর উপজেলায় উন্নয়ন করেননি। দুর্নীতি অনিয়ম ও জনগণের সাথে প্রতারনা করে ছিলেন।
পরবর্তী নবম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম হাবিব দুলাল আবারোও লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করলেও রৌমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন। সে নির্বাচনে তিন উপজেলার জনগণ জাকির হোসেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। ভরাডুবি হয়েছিল জাতীয়পার্টি (এরশাদ) লাঙ্গল প্রতীকে।
এবারোও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম হাবিব দুলাল জাতীয়পার্টি দল ত্যাগ করে ট্রুথপার্টি নাম দিয়ে নিবন্ধনধনের আবেদন করেন নির্বাচন কমিশনে। ট্রুথপার্টির নিবন্ধন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। স্বতন্ত্রপ্রার্থী ও সংসদ সদস্য থাকাবস্থায় ভোটারগণ তার নানা দূর্নীতির কথা তুলে ধরেন এবং তাকে ভোট না দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় আলোচনাও হচ্ছে। ফলে এ নির্বাচনে জনগণের তেমন সাড়া পাচ্ছেন না তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে সাবেক এমপি মো.রহুল আমিন জেপি (সাইকেল) প্রতীকে প্রার্র্থী চড়ান্ত হলেও এলাকায় কোন সাড়া না পাওয়া ও ভরাডুবির আশংকায় তার মনোনয়ন প্রত্যাহার করেন এবং আওয়ামীলীগের পক্ষে কাজ করতেছেন। অপর দিকে এ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক এ নির্বাচিত করতে হবে এই প্রতিশ্রুতি নিয়ে সমর্থকগণ মাঠে-ঘাটে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিন উপজেলার দূর্গম ও নদীর চর এলাকায় আওয়ামীলীগ সমর্থকরা ভোটারের ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেনএবং ব্যাপক হারে সাড়াও পাচ্ছেন। ফলে নৌকার জয় হবেই।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।