ঠাকুরগাঁওয়ে পরিকল্পিতভাবে হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে পরিকল্পিতভাবে হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে একটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোর রাতে ওই ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামের বাসিন্দা যাত্রু বর্মনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক যাত্রু বর্মন বলেন, মঙ্গলবার ভোর রাতের দিকে পরিকল্পিতভাবে কেউ বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এসময় আমি সহ আমার পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের গরম তাপ গায়ে লাগলে ঘুম ভেঙে যায় এবং জ্বলন্ত আগুনের লেলিহান দেখতে পাই। পরে বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। অগ্নিকান্ডের ঘটনায় ৩টা খড়ের ঘর ও ১টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাইয়ের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে।

তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মনে হয়েছে রাতের বেলা কেউ এ আগুন লাগাতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, গত ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁওয়ের হিন্দু সম্প্রদায়ের উপর বিএনপি-জামায়াত ব্যাপকভাবে নির্যাতন করেছিল। এবারের নির্বাচনেও তারা পুর্বের মত অবস্থার সৃষ্টি করতে চায়; এজন্য হিন্দু সম্প্রদায়ের বাড়িতে পর পর দুইবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল।

উল্লেক্ষ্য, এর আগে গত শুক্রবার ভোরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহাপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে আগুনে ৮ট ঘর, ৭টি ছাগল, ৬০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কৃষ্ণ ঘোষ বাদী হয়ে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটন সহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top