![]() |
সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম |
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের প্রার্থীতা আবারো স্থগিত হয়েছে। ‘বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অব্যাহতি নাদিয়ে প্রার্থী হন। ১৭ ডিসেম্বর হাইকোর্টে আ’লীগ প্রার্থী ডা. মোরাদ হাসানের দায়েরকৃত রিটের শুনানী শেষে ২০ ডিসেম্বর হাইকোর্ট বিএনপি প্রার্থীতা স্থগিতাদেশ দেন। তবে আদেশের বিরুদ্ধে আপীলের কথা জানান এই বিএনপি’র প্রার্থী।
২ ডিসেম্বর একই জটিলতায় রিটার্নিং অফিসার আহমেদ কবীর বিএনপি’র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপীলের পর তিনি প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনী প্রচারণায় নামছিলেন। বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম আরো জানান, ‘সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার জন্য ২৬ নভেম্বর তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। সরকারি গাড়ি ও আনুষাঙ্গিক জিনিস ইউএনওকে বুঝিয়ে দিয়ে ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। তাঁর মতে বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে বারবার ষড়যন্ত্র করছে। এই আদেশের বিরুদ্ধে তিনি আপীল করবেন বলে জানিয়েছেন।
ওদিকে বিএনপি প্রার্থীর নির্বাচন স্থগিতাদেশের খবরে বিএনপির মধ্যে চরম হতাশা ও কান্নাকাটির রোর পড়ে যায়। বিপরীতে আওয়ামী লীগের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে।
সরিষাবাড়ীর নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, দাপ্তরিক আদেশের কপি এখনও হাতে পাইনি।’
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।