
সেবা ডেস্ক: মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ, উন্নয়নের দল আওয়ামী লীগ। আমি শাসক নয়, সেবক হয়ে আপনাদের খেদমত করতে চাই। এই বলে আগামী ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের পতাকা তলে একত্রে থেকে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুরাদ হাসান।
১৭ ডিসেম্বর সোমবার বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের নিবার্চনী জনসভায় এসব কথা বলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসান বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে আবারো নৌকার বিজয় দরকার। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। জামায়াত-বিএনপি আবারও ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ব্যহত হবে। বাংলাদেশকে শেখ হাসিনা পৃথিবীর বুকে মাথা উচু করে চলতে শিখিয়েছে। বাংলাদেশ আর ভিক্ষুকের জাতি নয়। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। আমি বিগত দিনে আপনাদের পাশে থেকে খেদমত করেছি। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আগামী ৩০ ডিসেম্বর আপনারদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে সরিষাবাড়ীর সকল উন্নয়ন করতে আমাকে সহযোগিতা করবেন বলেও তিনি বলেন।
সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফতেহ লোহানী, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন পিংনা কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।