
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর প্রতিনিধি ॥ জামালপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন গ্রামকে শহরে রূপান্তরিত করবেন। আগামীতে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই শহরের সব সুযোগ সুবিধা আপনারা গ্রামে বসেই পাবেন। এ বারের নির্বাচনে মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে লড়াই হবে। শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া কামনা করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউপির হাতিজা সরকারি প্রাইমারী স্কুলে শনিবার আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম চাঁনের সভাপতিত্বে এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আজম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেলান্দহ পৌর মেয়র হাজী দিদার পাশা, দুরমুঠ ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি খালেকুজ্জামান জুবেরী মিয়া, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবিনা ইয়াসমীন।
মির্জা আজম আরো বলেন, আপনারা আগামী ৩০ ডিসেম্বর সকাল থেকে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকবেন এবং বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। সভায় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।