নৌকার নতুন মাঝি মোজাফ্ফর হোসেন সিআইপি

S M Ashraful Azom
0
নৌকার নতুন মাঝি মোজাফ্ফর হোসেন সিআইপি

জামালপুর সংবাদদাতা: জামালপুর-৫ সদর আসনের আ’লীগ প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপিকে নৌকার নতুন মাঝি বলে প্রচারণা চলছে। এর আগে ভুমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা মিয়া ছিলেন। এবার হীরা মিয়ার পরিবর্তে মোজাফফরকে প্রার্থী করায় এ সরব উঠেছে।

মোজাফফরও নতুন মাঝির প্রচারণায় খুশি। তার মতে নির্বাচনে ভালমন্দ একটা প্রবাদের ঝড় ‍ওঠতেই হবে। তানাহলে প্রার্থীতার কোন স্বার্থকতা থাকে না ।সেই হিসেবে তিনিও মাঠে ময়দানে সুযোগটি কাজে লাগাচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পযৃণ্ত দিনব্যাপী জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশি কান্দারপাড়া মোড়, পাবই বাজার, কাষ্টশিংগা প্রাথমিক বিদ্যালয়, কাষ্টশিংগা আনন্দ বাজার, কাষ্টশিংগা পিংলাটি, সুলতান নগর, জামতলী বাজারসহ মেষ্টা ইউনিয়নের বিভিন্নস্থানে নৌকার প্রচারণা মিছিল, পথসভা, গণসংযোগ করেন মোজাফ্ফর হোসেন ও আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবপ্রদ নাগ মধু, সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, জেলা পরিষদ সদস্য বুলবুলি আক্তার, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আছাদ মাস্টার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযাগী সংগঠনের বিপুল নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করেন। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিংগা আনন্দ বাজারের পথসভায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে তিতপল্লা ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক মো. তোফাজ্জল হোসেনসহ শতাধিক নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন সদর আসনের নৌকার মাঝি আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top